• Breaking News LIVE: SIR নিয়ে আলোচনার প্রস্তাব জমা দিলেন সাংসদ রেণুকা চৌধুরী
    এই সময় | ২৩ জুলাই ২০২৫
  • বাংলায় কথা বললেই ভারতের বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার বাঙালিরা। এছাড়া তাদের সঙ্গে হওয়া বৈষম্য নিয়েও সরব তৃণমূলের পক্ষ থেকে সংসদে পেশ করা হয়েছে নোটিস।

    আবারও এটিএম-এ চুরির ঘটনা শিলিগুড়িতে। আশিঘর পুলিশ ফাঁড়ির সংলগ্ন লোকনাথ বাজারে ভোট তিনটে নাগাদ এটিএম-এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। একটি সুমোতে চেপে দু’জন এসে গ্যাস কাটারের সাহায্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ লুটপাট চালায়। প্রায় কুড়ি লক্ষ টাকা লুট হয়েছে বলে সূত্রের খবর।

    দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুধবার সকালবেলা কাশীনগরের কামারহাটের কাছে একটি সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসের চালক-সহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

    লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। বৃষ্টি এখনই কমার লক্ষণ নেই। বরং মৌসম ভবন দিল্লি ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

    বিহারের ভোটার লিস্টে নাম বাদ পড়া নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মাঝে সংসদে SIR নিয়ে জরুরি আলোচনার প্রস্তাব পেশ করলেন রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী।

    মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ৪ কানওয়ার পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন ৬ জন। শীতলা মাতা হাইওয়েতে মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। গোয়ালিয়রের পুলিশ সুপার হিনা খান জানান, ঘটনাস্থলেই তিন পুণ্যার্থী মারা যান। একজন মারা যান হাসপাতালে চিকিৎসা চলাকালীন। আহত পুণ্যার্থীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে এক নাবালকের ওপর ভয়ঙ্কর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আক্রান্ত নাবালকের নাম মহম্মদ তানভীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মল্লিকপুর গণিমার কাছে হঠাৎই দু’জন দুষ্কৃতী তানভীরের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালক।

    সকাল থেকে প্রবল বৃষ্টি গোটা মুম্বই জুড়ে। কমলা সর্তকতা জারি করেছে মৌসম ভবন। একই সঙ্গে হাই টাইডেরও সতর্কতাও জারি বাণিজ্যনগরীতে।

    শ্রাবণ শিবরাত্রি পুণ্যলগ্নে গঙ্গায় ডুব দিতে ভক্তরা ভিড় জমিয়েছেন হরিদ্বারে। সকাল থেকে থিকথিকে ভিড় ঘাটে ঘাটে।

    আজ বুধবার বেলা ২ টোর পর থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা। বিকেলের পর বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা বাতাস বইবে। আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েঠে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

    ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণেই সাড়া দিয়েই দু’দিনের সফরে ব্রিটেন যাচ্ছেন তিনি। এই সফরে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকেই নজর সকলের।

  • Link to this news (এই সময়)