• শিলিগুড়িতে ফের এটিএমে লুট, তদন্তে পুলিস
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের এটিএম লুট। এবার আশিঘড় ফাঁড়ির লোকনাথ বাজারের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে লুটের অভিযোগ। গ্যাস কাটার দিয়ে এটিএমের মেশিন কেটে টাকা লুট করেছে দুষ্কৃতীরা। এই নিয়ে শিলিগুড়ি শহরে ফের চাঞ্চল্য চড়িয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে অপারেশন চালায় দুষ্কৃতীরা। সকলের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। গ্যাস কাটার ব্যবহার করায় এটিএমে আগুন লেগে যায়। কিছু টাকা পুড়েও যায়। এটিএম মেশিনে আগুন লাগতেই এলাকা ছেড়ে পালান দুষ্কৃতীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তারপরেই আগুন নেভানোর কাজে হাত দেয় দমকলের কর্মীরা। এই লুটের ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়িটি হিমাচলবিহার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিস। তবে, ওই এটিএম থেকে কত টাকা লুট হয়েছে, তা জানা যায়নি। 
  • Link to this news (বর্তমান)