• বচসা চলাকালীন স্বামীকে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ, আটক স্ত্রী
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতি। আর সেই সময়ে ভারী কোনও বস্তু স্বামীকে আঘাত করে খুন করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে গতকাল, মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার হাবড়া থানার নন্দনকানন এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপঙ্কর মণ্ডল(৪৪)। হাবড়া থানার পুলিস গিয়ে মৃতের স্ত্রীকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি দীপঙ্কর প্রতিদিনের মতো মঙ্গলবার কাজে গিয়েছিলেন। বাড়ি ফিরে স্ত্রী শম্পা মণ্ডলের সঙ্গে অশান্তি শুরু হয়।সেই অশান্তি এক সময় হাতাহাতির আকার নেয়। স্ত্রীর আঘাতে সংজ্ঞাহীন  হয়ে পড়েন দীপঙ্করবাবু। এমনটাই অভিযোগ। তাদের মধ্যে ঝগড়া শুনে দেখতে যান স্থানীয়রা। তখনই ঘরের ভিতরে দীপঙ্করকে সংজ্ঞাহীন অবস্থায় প‌ড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রাও দীপঙ্করকে হাবড়া  হাসপাতালে নিয়ে যায়। যদিও সেখানে চিকিৎসকরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এই বিষয়ে মৃতের দাদা এবং দিদি জানিয়েছেন, দীপঙ্করের মৃত্যু হয়েছে ভারী কোনও বস্তু দিয়ে শম্পা আঘাত করার জন্য। দীপঙ্করের মৃত্যুর খবর চাউর হতেই শম্পার গ্রেপ্তারির দাবি তুলে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। পরবর্তীতে পুলিস এসে শম্পাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)