• বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ১১
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন প্রায় ১১ জন। ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কামারেরহাট কাশিনগরের কাছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার সকালে কাকদ্বীপ থেকে একটি সরকারি বাস যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল।অন্যদিকে কলকাতা থেকে একটি লরি কাকদ্বীপের দিকে আসছিল। কাশিনগরের কাছে আসতেই বাস ও লরিটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় প্রায় ১১ জন গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনা দেখেই তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। জখমদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই জখমরা চিকিৎসাধীন রয়েছেন। লরির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)