নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নির্মীয়মাণ ঘরের ভিত থেকে গোখরো সাপের ১৬টি বাচ্চা উদ্ধার। জলপাইগুড়ি সদর ব্লকের চড়কডাঙ্গি তেলিপাড়ার বাসিন্দা হরেকৃষ্ণ শর্মা নতুন ঘর তৈরি করছেন। সেখানেই মাটি সমান করতে গিয়ে নির্মাণ শ্রমিকরা দেখেন, গোখরো সাপের বাচ্চা কিলবিল করছে। বাড়ির মালিক জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন। খবর পেয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সেখানে পৌঁছে গোখরো সাপের ১৬টি বাচ্চা উদ্ধার করেন। পরে ওই সাপের বাচ্চাগুলোকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।হরেকৃষ্ণ শর্মা বলেন, ভাবতেই পারিনি, বাড়ির ভিতর গোখরো সাপ বাসা বেঁধেছে। ১৬টি গোখরোর বাচ্চা উদ্ধার হয়েছে। আরও আছে কি না কে জানে। আতঙ্কে রয়েছি। যে স্বেচ্ছাসেবী সংস্থা আজ, বুধবার গোখরোর বাচ্চাগুলি উদ্ধার করে, তাঁর সম্পাদক অঙ্কুর দাস জানান, পুরনো ঘর ভেঙে সেখানে নতুন ঘর তৈরি হচ্ছিল। পুরনো ঘরের ভিতে ডিম পাড়ে মা গোখরো। আমরা এদিন গোখরো সাপের ১৬টি বাচ্চা উদ্ধার করেছি এবং সেগুলিকে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি।