রাত থেকে নিখোঁজ! নবদ্বীপে রাস্তার ধারে মিলল যুবকের রক্তাক্ত দেহ
প্রতিদিন | ২৪ জুলাই ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: কেউ বা কারও ফোন পেয়ে রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন যুবক। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। এদিন সকালে বাড়ির অদূরে মিলল ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নদিয়ার নবদ্বীপে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ(৩৬)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। কেন এভাবে নৃশংসভাবে ‘খুন’ করা হল? ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
বিশ্বজিৎ দেবনাথের বাড়ি নবদ্বীপের তিনকাটা এলাকার। মৃত যুবকের মা সন্ধ্যারানি দেবনাথ জানিয়েছেন, গতকাল, মঙ্গলবার রাতে ছেলে বাড়িতেই ছিল। রাতে তাঁর মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই সে বেরিয়ে গিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। আজ, বুধবার সকালে খবর আসে, এলাকারই কিছুটা দূরে রাস্তার উপর এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে।
এটি পথ দুর্ঘটনা নয় বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কেউ বা কারা বিশ্বজিৎকে ‘খুন’ করেছে বলে মত তদন্তকারীদের। ওই যুবকের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গাতেও ক্ষত রয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল? কারও সঙ্গে কি শত্রুতা ছিল ওই যুবকের? সেই প্রশ্ন উঠেছে। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি জানিয়েছেন, পরিবারের তরফ থেকে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।