• মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
    এই সময় | ২৪ জুলাই ২০২৫
  • মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি বাঁশদ্রোনী থানা এলাকার। পুরো ঘটনার কথা জানিয়ে সম্প্রতি বাঁশদ্রোনী থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ১৩ বছরের এক কিশোরী। যার ভিত্তিতেই তদন্তে নেমে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত। দক্ষিণ কলকাতার এক তৃণমূল বিধায়কের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, ওই কিশোরী তার স্কুলের এক বান্ধবীকে প্রথম ঘটনার কথা জানায়। ওই বন্ধুর মায়ের সঙ্গে গিয়েই থানায় অভিযোগ দায়ের করে কিশোরী। তদন্তে নামে পুলিশ। ওই কিশোরীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিষয়টি সামনে আসতেই অভিযুক্তর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। ওই ব্যক্তির মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। যদিও ওই ব্যক্তির ঘনিষ্ঠরা দাবি করছেন, পারিবারিক সমস্যার কারণেই মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে।

    এই প্রথম নয়। মাস ছয়েক আগে হরিদেবপুর থান এলাকায় এক মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এক পুলিশকর্মীকে। শিশু সুরক্ষা কমিশনের এক সদ্যসের বক্তব্য, রাজ্যের বিভিন্ন থানা এলাকায় এমন ঘটনা ঘটছে। এই অপরাধ বন্ধে কঠোর শাস্তির প্রয়োজন।

  • Link to this news (এই সময়)