• তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, শাসনে গ্রেপ্তার দু’পক্ষের ২
    বর্তমান | ২৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২১ জুলাই রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয় শাসনের মানিকপুর। জখম হয় দু’পক্ষের কয়েকজন। এই ঘটনায় উভয়পক্ষের দু’জনকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিস। ধৃতরা হল আনাচুর আলি ওরফে লাল্টু (৩৭) ও হাফিজুল আকুঞ্জি (৪১)। বুধবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে ২৫ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    শাসনের দাদপুর পঞ্চায়েতে এলাকা দখল নিয়ে তৃণমূল দু’টি গোষ্ঠীতে বিভক্ত। একটি প্রধান মনিরুল ইসলামের। অন্য গোষ্ঠী উপপ্রধান আব্দুল হাইয়ের। ২১ জুলাই উপলক্ষ্যে এলাকা থেকে কর্মী, সমর্থকরা পৃথক পৃথক বাসে যান ধর্মতলায়। সমাবেশ থেকে বিকেলেই তাঁরা দাদপুরে ফেরেন। আর তারপরেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা দেখা দেয় গোটা এলাকায়। খবর পেয়েই মানিকপুরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপর তৃণমূলের দু’পক্ষই পৃথক দুটি অভিযোগ দায়ের করে থানায়। তদন্তে নেমে মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)