নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার দুপুরে খড়দহের শিবকৃষ্ণ ব্যানার্জি রোডের তেজপাতা গলির আবাসনে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। একতলার সিঁড়িতে থাকা মিটার বক্সে আগুন লাগায় গোটা আবাসন কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকায় আতঙ্ক দেখা দেয়। পানিহাটি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট শার্কিট থেকে আগুন লাগে। বিদ্যুতের লাইন পুড়ে যাওয়া ছাড়া বড় অঘটন ঘটেনি।
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিমেষ মুখোপাধ্যায় বলেন, আবাসনের প্রতিটি ফ্ল্যাটের ইলেকট্রিক লাইন নষ্ট হয়ে গিয়েছে। তবে ওই লাইন থেকে আগুন ছড়ানোর আশঙ্কা ছিল। দমকল কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনায় বড় বিপদ হয়নি। পুরসভার তরফে জল ও আবাসিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।