কাউন্সিলারের সই জাল করে নথি তৈরি করার অভিযোগে গ্রেপ্তার ১
বর্তমান | ২৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কাউন্সিলরারের সই জাল করে ইনকাম সার্টিফিকেট, এড্রেস প্রুফ সার্টিফিকেট ইত্যাদি বানানোর অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। বুধবার প্রশান্ত নাথ নামে ওই অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানা। জানা গিয়েছে, রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত সেনগুপ্তের সই জাল করে ওই ব্যক্তি ওই সব নথি বানিয়ে বিভিন্ন ওয়ার্ডে বিলি করছিল। খবরটি ওই কাউন্সিলরের কাছে আসতেই তিনি ওই জাল নথি সংগ্রহ করে দেখেন একই সিরিয়াল নম্বর দিয়ে সেগুলি বানানো হয়েছে। এরপরই পুরসভাকে বিষয়টি জানান তিনি। মঙ্গলবার রাতে থানায় অভিযোগ হয়। এরপর এদিন প্রশান্ত কে পাকড়াও করে পুলিস। তার বাড়ি ঢালুয়ায়।