প্রতিটি টাউন, ব্লকে এবার ভাষা আন্দোলন গড়ে তুলবে তৃণমূল
বর্তমান | ২৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাংলা ভাষা ও বাঙালিকে অপমান করার প্রতিবাদে দমদম বারাকপুর সাংগঠনিক জেলা জুড়ে পাড়ায় পাড়ায় এবার আন্দোলন গড়ে তুলবে তৃণমূল। এজন্য দলের প্রতিটি টাউন ও ব্লক সভাপতিকে নির্দেশ দেওয়া হল।
তৃণমূলের বারাকপুর দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক এবং চেয়ারম্যান নির্মল ঘোষের স্বাক্ষরিত নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, একুশে জুলাই শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় যে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন, আগামী দিন নিষ্ঠার সঙ্গে তা পালন করতে হবে। আগামী ২৭ জুলাই নানুর দিবসের দিন বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিটি টাউন, ব্লক এবং ওয়ার্ডে সব ভাষাভাষী মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করতে হবে। প্রতি শনিবার এবং রবিবারও বাংলা ভাষার জন্য এই মিছিল করতে হবে।
এছাড়া ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি ও আদিবাসী দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই দিনটিতে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলন কর্মসূচি গড়ে তুলতে হবে। বাংলা ভাষা বলার জন্য কেউ অন্য রাজ্যে গ্রেপ্তার হলে এলাকার বিজেপি নেতাদের বাড়ির সামনে ধরনায় বসতে হবে।