• নিউটাউনে স্ত্রী খুনে ধৃত স্বামীর পুলিস হেফাজত
    বর্তমান | ২৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের গেস্ট হাউসে স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় ধৃত স্বামীর পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে বারাসত জেলা আদালতে পেশ করা হয়েছিল।  আদালত সাতদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেছে। প্রসঙ্গত, সোমবার স্ত্রী ইতিকা মণ্ডলকে নিয়ে কলকাতায় এসেছিলেন দক্ষিণ দিনাজপুরের বিশ্বজিৎ মণ্ডল। পরকীয়া নিয়ে অশান্তির জেরে মঙ্গলবার গেস্ট হাউসের ভিতর গলায় বেল্ট পেঁচিয়ে ইতিকাকে নৃশংসভাবে খুন করে বিশ্বজিৎ। ওইদিনই স্বামীকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত যুবক জেরায় খুনের কথা কবুলও করেছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত। এই দম্পতি আগেও নিউটাউনের ওই গেস্ট হাউসে উঠেছিলেন। এবারও একই জায়গায় বুকিং করেছিলেন। বেড়ানো ছাড়াও শপিং করার কথা ছিল তাঁদের।

    তাঁরা একসঙ্গে এসেছিলেন, নাকি পৃথকভাবে গেস্ট হাউসে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জেরায় বিশ্বজিৎ পুলিসকে জানিয়েছে, কয়েকজনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল। তাঁর মোবাইল দেখে সে ধরে ফেলেছিল। গেস্ট হাউসে এসেও তা নিয়ে অশান্তি হয়। স্ত্রী মোটা টাকা হাতখরচও দাবি করে। তারপরই সে খুন করে ফেলে। পূর্ব পরিকল্পনা মাফিক খুনের জন্যই সে স্ত্রীকে নিয়ে গেস্ট হাউসে এসেছিল, নাকি অশান্তির জের আচমকা সে খুন করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)