• অতীতেও অনেকের মাথা থেঁতলে দিয়ে খুনের চেষ্টা স্টোনম্যান রাজুর, জেরায় মিলল তথ্য
    বর্তমান | ২৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধৃত রাজু নস্কর কি তাহলে স্টোনম্যান? দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের ফুটপাতে এক যুবককে ইট দিয়ে থেঁতলে খুন করার ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাজু নস্কর নামের এক যুবক। তদন্তে জানা গিয়েছে, 

    এর আগে সে একই কায়দায় অনেককে খুনের চেষ্টা 

    করেছে। সবকটি ঘটনা সে ঘটিয়েছে ফুটপাতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছেন জানতে পেরেছেন তদন্তকারীরা। রাস্তায় ইট পড়ে থাকলে সে কুড়িয়ে এনে জমা করে রাখত। তারপর সেগুলি দিয়েই ফুটপাতবাসীদের উপর হামলা চালাত সে।

    সোমবার গভীর রাতে দেশপ্রিয় পার্কের কাছে শরৎ বোস রোডে ফুটপাতে খুন হন সোমনাথ চক্রবর্তী (২৮) নামের এক যুবক। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। দেহের পাশে পড়ে ছিল ইট। তাতে রক্তের দাগ মেলে। ঘটনায় জড়িত সন্দেহে রাজু নস্কর নামে একজনকে জয়নগর থেকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জেরা করে অফিসাররা জেনেছেন, সোমনাথ ও রাজু দু’জনেই গাড়ি পরিষ্কারের কাজ করতেন। তবে প্রতিদিন কাজ পেতেন না তাঁরা। যেদিন কাজ জুটত না, সেদিন দু’জনেই লেক কালীবাড়ি এলাকায় ভিক্ষা করতেন। কয়েকদিন আগে ভিক্ষার টাকা নিয়ে দু’জনের মধ্যে গোলমাল হয়। তখনই সে সোমনাথকে খুন করবে বলে শাসায়। তারপর থেকে সোমনাথ ওই এলাকা ছেড়ে দেশপ্রিয় পার্ক সংলগ্ন শরৎ বোস রোডের ফুটপাতে রাতে ঘুমোতে শুরু করেন। সেই খবর রাজু পেয়ে যায়। তারপর সেখানে এসে স্টোনম্যানের কায়দায় খুন করে তাকে। 

    রাজু জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভিক্ষার টাকার ভাগ নিয়ে প্রায়ই তার সঙ্গে গোলমাল হতো অন্য ভিখারিদের। ওই ভিখারিরাও ফুটপাতে রাত কাটান। তাঁদের কারও সঙ্গে ঝামেলা হলে গভীর রাতে ইট হাতে সেই ফুটপাতে পৌঁছে যেত রাজু। তারপর ইট দিয়ে মাথা থেঁতলে দিত। অভিযুক্ত জানিয়েছে, সে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন মাপের ইট জোগাড় করে রাখত। সেগুলিই ছিল তার হাতিয়ার।
  • Link to this news (বর্তমান)