মহিলা পুলিসদের জন্য ১০০০ ‘বডি প্রোটেক্টর’ কিনতে চলেছে লালবাজার
বর্তমান | ২৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা পুলিস কর্মীদের জন্য নতুন করে এক হাজার ‘বডি প্রোটেক্টর’ কিনতে চলেছে লালবাজার। সম্প্রতি লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এরজন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, এসএসসি চাকরিপ্রার্থী মহিলাদের জঙ্গি আন্দোলন, আর জি কর ও কসবা ধর্ষণ কাণ্ডের পাশাপাশি একাধিক রাজনৈতিক দলের আইন অমান্য কর্মসূচি মোকাবিলার জন্যই এই বডি প্রোটেক্টর কেনা হচ্ছে। কারণ, সিংহভাগ আন্দোলনেই সামনে সারিতে থাকছেন মহিলারা। তাঁদের মোকাবিলা করতে মহিলা পুলিস কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তাঁদের বডি প্রোটেক্টর দেওয়া হবে। তাতে থাকছে আঘাত-রোধী জ্যাকেট, শোল্ডার গার্ড, এলবো এবং নি গার্ডের মতো সামগ্রী।