• বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার এক
    বর্তমান | ২৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রদীপ সাহা। তিনি নিজেকে সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত একটি অ্যাভিয়েশন অ্যাকাডেমির ডিরেক্টর বলে দাবি করেছিলেন।

    বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের এক তরুণ অনলাইনে একটি বিজ্ঞাপন দেখেন। সেখানে কলকাতা বিমানবন্দরে চাকরির সুযোগের কথা বলা হয়েছিল। ওই তরুণ ফোন নম্বরে যোগাযোগও করেন। তাঁকে প্লেসমেন্ট ফি হিসেবে ১ লক্ষ ৩৩ হাজার জমা দিতে বলা হয়। প্রথমে ২০ হাজার এবং পরে বাকি টাকা তিনি প্রদীপ সাহাকে দেন। কিন্ত, তাঁর কোনও চাকরির ব্যবস্থা হয়নি। এমনকী, ওই টাকাও ফেরত দেওয়া হয়নি। এরপরই ২০২২ সালের ২১ ডিসেম্বর বিষ্ণুপুরের ওই প্রতারিত তরুণ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনায় প্রায় আড়াই বছর পর অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস।
  • Link to this news (বর্তমান)