নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের গর্বের যান মেট্রো রেল। পরিবেশবান্ধব ও আধুনিক এই পরিবহণ ব্যবস্থা দেশে প্রথম চালু হয়েছিল শহর কলকাতায়। গত বছর ৪০ বছর পূর্ণ করেছে কলকাতা মেট্রো। এহেন ঐতিহ্যশালী মেট্রো রেকে এক যাত্রীর জন্য লাগল ‘কালির দাগ’। সম্প্রতি এমআর ৪০৯ রেকে এহেন অপ্রীতিকর ঘটনাটি ঘটে। রেকটির ৪০৩৬ নম্বর কোচের ৫ নম্বর গেট স্প্রে করে কালো দাগে ভরিয়ে দেওয়া হয়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ঘটে এই ঘটনা।
বিষয়টি জানার পরই নড়েচড়ে বসে মেট্রো রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, মেট্রো স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম, এমনকী রেকের ভিতরেও সিসি ক্যামেরা রয়েছে। কালির দাগের ঘটনায় এমআর ৪০৯-এর ৪০৩৬ নম্বর কোচটির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে রেলের সুরক্ষা বাহিনী। সেখানেই অভিযুক্ত এক পুরুষ যাত্রীর ছবি সামনে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে, প্রান্তিক স্টেশনমুখী রেকটিতে তখন যাত্রী সংখ্যা কমে এসেছিল। সেই সুযোগে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগ থেকে স্প্রে বের করে এলোপাথারি দরজায় তা লাগাতে শুরু করেন। তারপরই সেখান থেকে চম্পট দেন। মেট্রোর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তিকে চিহ্নিত করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। রেল আইন অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রসঙ্গে মেট্রো রেলের এক কর্তা বলেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত। মেট্রো রেক ও পরিসর সুন্দর ও পরিস্কার রাখতে যাত্রীদের এগিয়ে আসতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, রেল সুরক্ষা বাহিনীকে খবর দেওয়ার পরমার্শ দিয়েছেন তিনি। -নিজস্ব চিত্র