শ্যামনগরে পেভার ব্লক দিয়ে তৈরি করা হচ্ছে ফিডার রোড
বর্তমান | ২৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগরের গুরুত্বপূর্ণ ফিডার রোডের তিন কিলোমিটার রাস্তার একেবারে বেহাল দশা। রাস্তার ধারে একাধিক স্কুল, বাজার, খেলার মাঠ, শ্যামনগর স্টেশন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এদিকে, বেশ কিছুদিন ধরে বড় বড় গর্ত হয়ে গিয়েছে রাস্তায়। পণ্য বোঝাই গাড়ি তথা ভারী যানবাহন চলাচল করায় রাস্তা আরও ভাঙছে। বিপজ্জনক এই রাস্তায় ছোটখাট দুর্ঘটনা ঘটছে প্রায়ই। তাই স্থানীয় বিধায়ক এবং পুর প্রশাসনের অনুরোধে এই রাস্তার আমূল পরিবর্তন করতে চলেছে পূর্তদপ্তর। সেই কাজ শুরু হল বুধবার। পেভার ব্লক দিয়ে রাস্তাটি তৈরি করছে পূর্তদপ্তর। সাত কোটি টাকা খরচ হবে। আগামী মার্চ মাসের মধ্যে রাস্তাটির কাজ শেষ হবে বলে পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে। পূর্তদপ্তরের এই উদ্যোগে খুশি শ্যামনগরের মানুষ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, খুবই দুর্গম অবস্থা হয়েছিল রাস্তাটির। স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম পূর্তমন্ত্রী পুলক রায়ের কাছে রাস্তা মেরামতের জন্য চিঠি দিয়েছিলেন। পূর্তমন্ত্রীর নির্দেশে পূর্তদপ্তর রাস্তা মেরামতের জন্য সাত কোটি বরাদ্দ করেছে। কাজ শুরু হওয়ায় পূর্তমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিধায়ক। নিজস্ব চিত্র