• রাজ্জাক খুন কাণ্ড: পুরস্কৃত ঘুটিয়ারি শরিফের ওসি
    বর্তমান | ২৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিস। বলা যেতে পারে, কলকাতা পুলিসের অধীনে ভাঙড় আসার পর এটাই তাঁদের বড় সাফল্য। এই সাফল্যের জন্য পুরস্কৃত করা হল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাসকে। বুধবার লালবাজারে তাঁর হাতে শংসাপত্র তুলে দেন কলকাতা পুলিস কমিশনার মনোজ বর্মা।

    উত্তর কাশীপুর থানা হওয়ার আগে সেটি বারুইপুর পুলিস জেলার অধীনস্থ কাশীপুর থানা ছিল। এক বছরের বেশি সময় সেখানে কর্তব্যরত ছিলেন সুকুমারবাবু। ফলে ওই এলাকার নেতাকর্মী থেকে দুষ্কৃতী– সবার ব্যাপারেই তাঁর কাছে খবর ছিল। রাজ্জাক খুনের অপরাধীদের ধরতে কলকাতা পুলিস তাই ওই সাব ইনসপেক্টরের সাহায্য নেয়। তাঁর দৌলতেই খুনে অন্যতম অভিযুক্ত মোফাজ্জেল মোল্লা ধরা পড়েছিল। সুকুমারবাবুর অবদানকে স্বীকৃতি দিল কলকাতা পুলিস।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)