পান বিক্রি নিয়ে অনিয়ম, হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা
বর্তমান | ২৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পান কেনা বেচা নিয়ে অনিয়ম হলেই হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন কৃষক ও আড়তদাররা। বুধবার কৃষি বিপণন দপ্তরের এক বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হবে। সেখানে পান চাষি থেকে আড়তদারদের সংগঠন, জেলা প্রশাসনের প্রতিনিধি থেকে পুলিস ও দপ্তরের প্রতিনিধি থাকবেন। কোনও অনিয়ম এই গ্রুপে জানালে, সংশ্লিষ্ট থানা থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গুছিতে ৭০টির বেশি পান বিক্রি করা যাবে না বলে অনেক আগেই নির্দেশ দিয়েছিল দপ্তর। কিন্তু বর্তমানে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। ফলে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বারে বারে সব পক্ষকে সতর্ক করা হলেও পরিস্থিতির বদল আসেনি। তাই ফের বিষয়টি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে পান চাষ হয় এমন এলাকার বিধায়ক, কৃষক সংগঠন থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক করা হয়। সেখানে আবারও গুছিতে ৭০টির বেশি পান কেনা বেচা করা যাবে না বলে সব পক্ষকে মনে করিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে হাজির অনেকেই মনে করছেন, সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে সেভাবে কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দু’-একজনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিলেই বেনিয়ম কমে যাবে। পাথরপ্রতিমার সমীর জানা বলেন, বৈঠকে সবাইকে সবকিছু বুঝিয়ে বলা হয়েছে। হোয়াটসঅ্যাপে অভিযোগ এলে পুলিসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিজস্ব চিত্র