• সেক্টর ফাইভে নারী সুরক্ষায় হেল্পলাইন
    বর্তমান | ২৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভ। দিনরাত সেখানে কাজ করেন কয়েক হাজার মানুষ। মহিলার সংখ্যা তার প্রায় অর্ধেক। এর আগে অফিসের সিনিয়র কর্মীর হাতেই এক আইটি কর্মী তরুণী শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। এক আইটি অফিসে নাইট ডিউটিতে হেনস্তা হয়েছেন মহিলা হাউসকিপার। নারী সুরক্ষা বিঘ্নিত হওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তাই কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিল বিধাননগর পুলিস কমিশনারেট। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অন্তর্গত সেক্টর ফাইভে নারী সুরক্ষায় একটি হেল্পলাইন নম্বর চালু করা হল। সেই সঙ্গে সেখানকার কর্মরত মহিলাদের নিয়ে একটি গ্রুপও তৈরি করেছে পুলিস। যাঁদের সঙ্গে নিয়েই কাজ করবে পুলিস। কমিশনারেটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তথ্য প্রযুক্তি কর্মীরা।

    সেক্টর ফাইভ রাজ্যের তথ্য প্রযুক্তি হাব। আইটি কেন্দ্র ছাড়াও সেখানে সরকারি ও বেসরকারি অফিসের সংখ্যা কয়েকশো। এ রাজ্য সহ ভিন রাজ্যেরও হাজার হাজার ছেলে-মেয়ে এখানে কাজ করেন। নাইট শিফটেও এখানে কাজ চলে। তাই সেক্টর ফাইভ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, বিধাননগর কমিশনারেটের অধীনে এক জায়গায় এত সংখ্যক অফিস এবং কর্মী আর কোথাও নেই। অফিসপাড়া হয়ে উঠেছে এই সেক্টর ফাইভ। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, প্রথম পদক্ষেপ হিসেবে একটি হেল্পলাইন নম্বর (৯১৪৭৮৮৯৪৫৪) চালু করা হয়েছে। ২৪ ঘণ্টাই চালু থাকবে নম্বরটি। ফলে, কর্মক্ষেত্র হোক বা রাস্তা, যে কোনও মহিলা সেক্টর ফাইভে বিপদে পড়লে বা কোনও অভিযোগ থাকলে ওই নম্বরে কল করতে পারবেন। অভিযোগ আসা মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিস।

    দ্বিতীয়ত, সেক্টর ফাইভের জন্য একটি গ্রুপ করা হয়েছে। তাতে পুলিসের সঙ্গে সেক্টর ফাইভে কর্মরত তথ্য প্রযুক্তির মহিলা কর্মী, বিপিও কর্মী, কর্পোরেট অফিসের কর্মী সহ বেশ কয়েকজনকে রাখা হয়েছে। ওই সদস্যরা সেক্টর ফাইভের বিভিন্ন তথ্য পুলিসকে দিতে পারবেন। আবার সমস্যার কথা আলোচনা করতে পারবেন। ফলে, পুলিসও সেই দিকগুলির উপর বিশেষ নজর দিতে পারবে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে। প্রসঙ্গত, যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, তা ওই সদস্যদের মাধ্যমে সেক্টর ফাইভে ছড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইটি অফিস সহ বিভিন্ন অফিসও ওই নম্বর ডিসপ্লে করেছে।

    নারী সুরক্ষা ও সচেতনতা নিয়ে মঙ্গলবার বিকেলেই একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল পুলিস। সেখানে বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার অনীশ সরকার, অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার (দক্ষিণ) সম্বিতি চক্রবর্তী সহ পুলিসের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে পুলিসের পক্ষ থেকে সেক্টর ফাইভের যে সদস্যদের রাখা হয়েছে, তাঁদেরও ওই আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সভায় রাতে টহলদারি বাড়ানো সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সদস্যরা। প্রতি দু’সপ্তাহ অন্তর সদস্যদের নিয়ে বৈঠক করবে পুলিস।
  • Link to this news (বর্তমান)