• যশোহর রোডে ব্ল্যাক স্পট চিহ্নিত, দুর্ঘটনায় লাগাম?
    এই সময় | ২৪ জুলাই ২০২৫
  • এই সময়, বারাসত: দু’দিন আগেই মধ্যমগ্রামের নজরুল সরণি সংলগ্ন যশোহর রোডে ভয়ঙ্কর দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আরও এক বাইক আরোহী। এই দুর্ঘটনার জেরে পুলিশের একটি কিয়স্কেও ভাঙচুর চালিয়েছিল ক্ষিপ্ত জনতা।

    এ বার দুর্ঘটনা রুখতে বুধবার মধ্যমগ্রামের দোলতলা থেকে বারাসতের ডাকবাংলো মোড় পর্যন্ত ব্যস্ত যশোহর রোডের একাধিক জায়গায় কাটআউটের অংশগুলো যৌথভাবে পরিদর্শন করলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের কর্তারা।

    দুর্ঘটনাপ্রবণ যশোহর রোডের কয়েকটি কাটআউটের অংশকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    বেআইনি পার্কিং স্পটগুলোও এ দিন চিহ্নিত করা হয়েছে। এদিনের যৌথ পরিদর্শন রিপোর্ট পাঠানো হবে জেলার পথ নিরাপত্তা কমিটির কাছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের কর্তারা।

    আগের তুলনায় যশোহর রোড এখন অনেকটাই চওড়া। গাড়ির গতিও বেড়েছে অনেকটা। মধ্যমগ্রামের দোলতলার মোড় থেকে বারাসতের ডাকবাংলো মোড় পর্যন্ত দূরত্ব প্রায় চার কিলোমিটার। যশোহর রোডের এই অংশে বেশ কয়েকটি কাটআউটের অংশ রয়েছে।

    সেখান দিয়ে আসা এবং যাওয়ার সময় বাইক ও গাড়ির চালকরা ইউ টার্ন করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। ওই কাটআউট দিয়ে অনেকেই যশোহর রোড পারাপার করেন জীবনের ঝুঁকি নিয়ে।

    ফলে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে। দু’দিন আগেই মধ্যমগ্রামের নজরুল সরণির কাটআউটের অংশে ইউ টার্ন করতে গিয়েই ভয়ঙ্কর দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়।

    এর পরেই এ দিন যশোহর রোডের দোলতলা থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত যশোহর রোডের কাটআউটের অংশগুলো যৌথভাবে পরিদর্শন করলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বারাসত পুলিশ জেলার পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

    উপস্থিত ছিলেন জাতীয় সড়কের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার শুভায়ু বন্দ্যোপাধ্যায়, বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা ও ট্রাকিক পুলিশ এবং বারাসত, মধ্যমগ্রাম থানার পুলিশের আধিকারিকরা।

    জানা গিয়েছে, নজরুল সরণি এবং শিশিরকুঞ্জ সংলগ্ন যশোহর রোডের দু’টি কাটআউটের অংশকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দু’টি অংশের কাটআউট সঠিক ভাবে করা হয়নি বলেই পরিদর্শনে উঠে এসেছে।

    এ ছাড়াও যশোহর রোডের ধারে বেশ কয়েকটি জায়গায় বেআইনি পার্কিং জ়োন চিহ্নিত করা হয়েছে।

    জাতীয় সড়কের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার শুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরিদর্শনের এই রিপোর্ট পাঠানো হবে রোড সেফটি কমিটির কাছে।’ বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘জাতীয় সড়কের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার কিছু প্রস্তাব এবং তাঁর মতামত জানিয়েছেন।

    নজরুল সরণি এবং শিশিরকুঞ্জ সংলগ্ন দু’টি কাটআউট জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাইড লাইন অনুযায়ী করা হয়নি। পরিদর্শনের রিপোর্ট জেলার পথ নিরাপত্তা কমিটির কাছে পাঠানো হবে। কমিটির পক্ষ থেকে ওই দু’টি কাটআউটের অংশ যদি বন্ধ করার সিদ্ধান্ত হয়, তা হলে সেটাই করা হবে।’

  • Link to this news (এই সময়)