ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে, মুরগি পোল্ট্রির কাছে। মৃতদের নাম অমল দাস (৩৭) ও বুদ্ধদেব দাস (৪৭)। অমল কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ার বাসিন্দা এবং বুদ্ধদেব নামখানার মৌসুনি দ্বীপের বাসিন্দা।
সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রামতনুনগর এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। ধান জমির মাঝখানে পড়ে থাকা দেহ দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারা আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত যুবকের নাম রাকিব সেখ (২৭)।
বৃহস্পতিবার অশান্ত হয়ে উঠল কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্ত। দুই পক্ষের মধ্যেই চলে গোলা-গুলি। স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক থাই সৈন্য আহত হওয়ার ঘটনায় থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। তার একদিন পরেই সীমান্তে ছড়াল উত্তেজনা। থাই সৈন্যরা জানিয়েছে, প্রথম হামলা চালায় কম্বোডিয়া। আপাতত সকালের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
ভোর রাতে রহস্যজনকভাবে নিখোঁজ মাত্র ১ বছর ৪ মাস বয়সি এক শিশু। তার নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে। রাতে মা-বাবার সঙ্গে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশু নিখোঁজ বলে জানা গিয়েছে।
বাদল অধিবেশনের শুরু থেকেই নানা ইস্যু নিয়ে উত্তাল সংসদ। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ এবং ‘অপারেশন সিঁদুর’— এই দুই বিষয়ে সংসদে আলোচনার জন্য লাগাতার দাবি জানাচ্ছেন বিরোধীরা। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাজ্যসভায় ২৯ জুলাই আলোচনার দিন ঠিক হলেও SIR প্রসঙ্গ এখনও সংসদ কক্ষে ওঠেনি। ভোটার তালিকা সংশোধন চেয়ে সংসদের বাইরে ধর্নাও দেন বিরোধীরা।
ব্রিটেন পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরেরও সম্ভাবনা। সূত্রের খবর, কিং চার্লসের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী।
বুধবার ঘটনাটি ঘটেছে ব্যাঁটরা থানা এলাকায়। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বালিটিকুরি এলাকার বাসিন্দা ওই ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যাবার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই ছাত্রের চিৎকার চেঁচামেচিতে সফল হয়নি দুষ্কৃতীরা। থানায় অভিযোগ পরিবারের।