• ‘আমার দায়িত্ব আমি জানি’, ঘাটাল প্রসঙ্গে সরব দেব
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুলাই ২০২৫
  • বৃষ্টিবিধস্ত ঘাটাল নিয়ে মানুষের ক্ষোভের শেষ নেই। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে ঘাটালবাসী আশার আলো দেখলেও প্রতি বছরই বৃষ্টির সময় তাঁদের বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেই সময় অভিযোগের তির ধেয়ে আসে সাংসদ দেবের দিকে। সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষও ঘাটালের অবস্থা নিয়ে খোঁচা দিয়েছেন দেবকে। ‘ভালো ছেলে’ তকমা দিলেও দেবকে ‘নিষ্কর্মা’ বলতেও ছাড়েননি দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূল সাংসদ দেবও প্রতিক্রিয়া জানিয়েছেন। কাজ যে একেবারে হয়নি তা মানতে তিনি নারাজ। তিনি পরিষ্কার জানিয়েছেন নিজের দায়িত্ব সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। মাস্টার প্ল্যান প্রসঙ্গে অবশ্য তিনি বলেন, ‘যতদিন না হচ্ছে ততদিন গাল খেতে হবে।’

    বর্ষাকাল ঘাটালের মানুষদের জন্য বিভীষিকার সমান। কোমর জল নিয়ে জলযন্ত্রণায় ভোগে তাঁরা। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে সাংসদ দেবকে বলেন, ‘দেব প্রতিবার বলে যে ঘাটাল সমস্যার সমাধান না হলে সে রাজনীতি ছেড়ে দেবে। কিন্তু তারপরেও প্রতিবার ভোটে দাঁড়ায়। ও ভাল ছেলে তবে নিকম্মা।’ পাশাপাশি, তিনি আরও বলেন, ‘দলের চাপে দেব রাজনীতি ছাড়তে পারছেন না। তাঁকে কেরিয়ার নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। সিনেমা, প্রোডাকশন বন্ধ করে দিতে পারে। তাই তিনি কার্যত ভয়েই ভোটে দাঁড়াচ্ছেন।’

    এর পাল্টা মুখ খুলেছেন সাংসদ দেব। তিনি বলেন, ‘আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা আগে দায়িত্বে ছিলেন। এই প্ল্যানটা এত সহজ হলে তো আগেই হয়ে যেত। কিন্তু আমি অনুমোদন করলাম।’ অর্থাৎ তাঁর কথা থেকে স্পষ্ট ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে সময় লাগলেও এই প্ল্যানের জন্য তিনি প্রথম থেকে লড়েছেন। আর তাই মানুষ তাঁকেই বারবার বেছে নিয়েছেন। তাঁর অনেক পরিশ্রমের ফলে ২০০০ কোটি টাকার প্রকল্পের ৭০০ কোটি টাকার অনুমোদন হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। যতদিন না হবে ততদিন মানুষের অভিযোগ তাঁকে শুনে যেতে হবে।

    দিলীপ ঘোষের কথার প্রেক্ষিতে তাঁর অকপট জবাব, ‘কাদা ছোঁড়াছুঁড়ি করতে পছন্দ করি না। আমার দায়িত্ব আমি জানি। যাঁরা ভোট দিয়েছেন তাঁরাও জানেন। এটাই যথেষ্ট।’ দেব আশা করছেন, ঘাটাল মাস্টার প্ল্যান শেষ হওয়ার পর ঘটালের মানুষ যেমন উপকৃত হবেন তেমনি তাঁর নিজেরও কিছু করেছেন বলে স্বস্তি হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)