• ‘বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল’, উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কে বলে গো সেই প্রভাতে নেই আমি…’! ৪৫ বছর হয়ে গেল তিনি নেই। তবু তিনি রয়ে আছেন। আরও আরও বেশি বেশি করে। তিনি উত্তমকুমার। আজও জনপ্রিয়তায় তাঁর ধারেকাছে ঘেঁষতে পারেননি কোনও নায়ক। বাঙালির ভালোবাসার শিকলে হৃদয়বন্দি মহানায়ক তিনি। ১৯৮০ সালের ২৪ জুলাই তাঁর শারীরিক জীবনের অবসান ঘটেছিল। উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)