• জেলবন্দি স্বামীকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে খাস কলকাতায় বধূকে ধর্ষণের অভিযোগ
    এই সময় | ২৪ জুলাই ২০২৫
  • ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। জেলবন্দি স্বামীকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনাকর্মীর বিরুদ্ধে। পার্ক স্ট্রিট থানায় দায়ের হয় অভিযোগ । মহিলার অভিযোগের ভিত্তিতে ওয়াটগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে অসমে কর্মরত ওই সেনা কর্মীকে।

    জানা গিয়েছে, বুধবার রাতে পার্ক স্ট্রিট থানায় এসে হাজির হন নির্যাতিতা। তাঁর বাড়ি বীরভূমে। ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠায়, পার্কস্ট্রিট থানা সঙ্গে সঙ্গে নির্যাতিতার অভিযোগ নেয় এবং তদন্ত শুরু করে। তাঁর অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তাঁর নাম মুজিবর রহমান। অসমে সেনা অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

    নির্যাতিতা জানিয়েছেন, কলকাতায় এসে তাঁকে নিয়ে বেশ কয়েকটি গেস্টহাউসে উঠেছিলেন অভিযুক্ত। সেখানেই তাঁর উপর নির্যাতন করা হয়। পুলিশ সূত্রে খবর, স্বামীর জামিন করিয়ে দেওয়ার টোপ দিয়ে কলকাতায় আনা হয়েছিল ওই মহিলাকে। ঘটনার অভিঘাতে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন নির্যাতিতা। এই ঘটনায় বেশ কিছু জায়গায় এখনও ধোঁয়াশা রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)