‘ব্যাড টাচ’-র শিকার ছাত্রীরা! ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ারের হস্তক্ষেপে গ্রেপ্তার শিক্ষক
বর্তমান | ২৪ জুলাই ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ‘ব্যাড টাচ’-র অভিযোগ। ঘটনায় আজ, বৃহস্পতিবার পুলিস শামুকতলা থানা এলাকার একটি সরকারি স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করল। ধৃত শিক্ষকের নাম ভাস্কর পাল। তিনি স্কুলে ভূগোল পড়ান। এদিন সকালে শামুকতলার বাজারে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। পরে তাকে আলিপুরদুয়ারে আদালতে পাঠান হয়। এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত চার মাস ধরে ওই শিক্ষককের ব্যাড টাচের শিকার হচ্ছিলেন ছাত্রীরা। কিন্তু ছাত্রীদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে না কী কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর অভিভাবকরা সরাসরি বিষয়টি ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানায়। অভিযোগ পেয়েই তদন্তের জন্য সিডব্লুসি একটি তিন সদস্যের টিম তৈরি করে। তদন্তে অভিযোগের যথার্থতা প্রমান হয়। এরপর তদন্তের রিপোর্ট শামুকতলা থানায় জমা দেওয়া হয়। সেই রিপোর্টের পরই পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে পকসো ধারায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর এদিন তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও স্কুলের পরিচালন কমিটি অবশ্য ভাস্করবাবুর গ্রেপ্তারির বিষয় নিয়ে কিছুই বলতে চায়নি।