• ডেঙ্গির বাড়বাড়ন্ত রাজ্যে
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুলাই ২০২৫
  • রাজ্যজুড়ে প্রকোপ বাড়ছে ডেঙ্গির। বর্ষা আসতেই লাফিয়ে বেড়েছে ডেঙ্গি রোগীদের সংখ্যা। রাজ্যের মধ্যে সর্বাধিক ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা মুর্শিদাবাদে। ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে তৎপর হয়েছে স্বাস্থ্য দপ্তর। যদিও ডেঙ্গিতে আক্রান্তদের সংখ্যা অনুযায়ী কলকাতার অবস্থান আপাতত পিছিয়ে রয়েছে।

    বৃষ্টির ফলে জায়গায় জায়গায় জল জমে রয়েছে। সেই জলে বাসা বাঁধছে মারণরোগ ডেঙ্গির বাহন। মশার লার্ভার উপযুক্ত পরিবেশ হল এই সময়। এই বর্ষার বৃষ্টি ও ভ্যাপসা গরমে পরিষ্কার জলে ডিম পাড়ে এডিস মশা, যা ডেঙ্গি রোগের ধারক ও বাহক। দিনের বেলায় এই মশার উপদ্রব বাড়ে। এডিস মশার কামড়ের ফলেই হয় ডেঙ্গি রোগ। রাজ্যে বর্তমানে ডেঙ্গি রোগে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে হাজারের গণ্ডি।

    মুর্শিদাবাদে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৩৬৭ জন, উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩৫৬, হুগলিতে ২৬৫। অন্যদিকে, হাওড়ায় ২৪১ জন ও মালদায় ২৩৩ জন আক্রান্ত হয়েছেন। কলকাতার আক্রান্তের সংখ্য়া ১৭৬। ২০২৩ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১লক্ষ ৭ হাজারের কাছাকাছি, যা গত ১২ বছরের তুলনায় ছিল সর্বাধিক। এবছরে সেরকম যাতে না হয় এইজন্য প্রথম থেকেই তৎপর হয়েছে স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গির প্রকোপ কমাতে উপযুক্ত ব্যবস্থা নিতে তৎপর হয়েছে স্বাস্থ্য দপ্তর।

    ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর নিরিখে পরপর ৩ বছরে কলকাতা ছিল প্রথম দশের মধ্যে। ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যায় দেশের মধ্যে ষষ্ঠতম স্থানে ছিল কলকাতা। এবারে সেকারনে আগে থেকেই স্বাস্থ্য দপ্তর এই পরিস্থিতি মোকাবিলা করার জন্যে আলোচনায় বসে উপযুক্ত পরিকাঠামোর বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)