• বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা! ABVP-র বিক্ষোভে উত্তাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা! সেই ইস্যুতে বৃহস্পতিবার উত্তাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর। এদিন পদত্যাগের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিতে যায় এবিভিপি। তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে স্মারকলিপি জমা নেওয়া হয়নি। তাঁদের দেখে ঘুরপথে নাকি বিশ্ববিদ্যালয় ছাড়েন উপাচার্য। সে কারণে বিক্ষোভ দেখাতে থাকায় এবিভিপি। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে যতদিন না পর্যন্ত উপাচার্য পদত্যাগ করছেন, ততদিন কোনও না কোনও আন্দোলন জারি থাকবে বলেই জানান এবিভিপি সদস্যরা।

    গত ৯ জুলাই, ইতিহাস অনার্সের প্রশ্নপত্রে একটি প্রশ্নে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে উল্লেখ করা হয়। সন্ত্রাসবাদী শব্দটি উক্তিচিহ্নের মধ‌্যেও রাখা হয়নি। তা নিয়েই তিনদিন ধরে তীব্র বিরোধ চলছে। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে পরদিনই উপাচার্য দীপক কুমার কর সাংবাদিক সম্মেলন ডেকে অনিচ্ছাকৃত এই ভুলের জন‌্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন। বিভাগীয় প্রধান তথা ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম‌্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ‌্যাপক নির্মল মাহাতোকে। একইসঙ্গে মডারেটর টিমের সদস‌্য থেকে সরিয়ে দেওয়া হয় অধ‌্যাপক প্রসেনজিৎ ঘোষকে।

    এসবের পরও বিরোধ কমার কোনও লক্ষণ নেই। এই আবহেই গত ১১ জুলাই বিশ্ববিদ‌্যালয়ের সর্বোচ্চ সংস্থা এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয়। প্রায় দু’বছর পর তা হয়েছে। দীপক কুমার কর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম বৈঠক। রাত প্রায় দশটা পর্যন্ত বৈঠক চলে। জানা গিয়েছে, বৈঠকের মাঝপথেই প্রশ্নপত্র বিতর্ক উত্থাপন করেন উচ্চ শিক্ষা সচিবের প্রতিনিধি তথা ওই দপ্তরেরই সিনিয়র বিশেষ সচিব চন্দনী টুডু। এরপরই উপাচার্য দীপক কর বিস্তারিত ঘটনার ব‌্যাখ‌্যা করেন। অনিচ্ছাকৃত ভুলের জন‌্য ক্ষমাপ্রার্থনার পাশাপাশি জড়িত অধ‌্যাপকদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার বর্ণনা দেন। ভবিষ‌্যতে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়। তবে উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব এবিভিপি।
  • Link to this news (প্রতিদিন)