• স্বাস্থ্যে দেশের সেরা বাংলা, কেন্দ্রের মার্কশিটে ৮০% নম্বর পেয়ে পাশ ন্যাশনাল মেডিক্যালের লেবার রুম
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৫
  • অভিরূপ দাস: স্বাস্থ্যক্ষেত্রে দেশের মধ্যে এগিয়ে বাংলা। বুধবার তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকার জানাল, “লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ” বা LaQshya প্রকল্পে ৯৭.৫০ শতাংশ নম্বর পেয়েছে বাংলার ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি লেবার রুম। ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অর্ঘ্য মৈত্র জানিয়েছেন, এর আগেও ৮০ শতাংশ নম্বর পেয়েছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি লেবার রুম। তবে এবার যে ফলাফল এসেছে তা অভাবনীয়।

    কেন্দ্রীয় সরকারের মার্কশিট বলে দিচ্ছে, দেশের সেরা প্রসূতি হাসপাতালের মধ্যে অগ্রগণ্য ন্যাশনাল মেডিক্যাল কলেজ। এর জন্য প্রায় ১২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। কেন্দ্রীয় সরকারের “লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ” বা LaQshya প্রকল্পে খতিয়ে দেখা হয় প্রতিটি হাসপাতালের প্রসূতি বিভাগ। এই “ন্যাশনাল কোয়ালিটি সার্টিফিকেশন” প্রোগ্রামে দিল্লির টিম সরেজমিনে খতিয়ে দেখেন প্রসূতি বিভাগের বেড কেমন, রোগীর কোনও অসুবিধা হচ্ছে কিনা। প্রসূতিদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে কিনা।

    গত জুন মাসে দিল্লির একটি টিম পরীক্ষা করে ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগ। বুধবার প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে লেটার মার্কসও ছাপিয়ে গিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজের ম্যাটারনিটি ওটি। তার প্রাপ্ত নম্বর ৯০.৮৩ শতাংশ। অন্যদিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি লেবার রুম পেয়েছে ৯৭.৫০ শতাংশ নম্বর। বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সুপার ডা. অর্ঘ্য মৈত্র।
  • Link to this news (প্রতিদিন)