• ভিনরাজ্যে লাগাতার বাঙালি হেনস্তা! কী বলছেন দিলীপ ঘোষ?
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৫
  • বিধান নস্কর, দমদম: ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলাদেশি, বাঙালি আর বাংলাভাষীদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা ভিনরাজ্যে সমস্যায় পড়ছেন তাঁরা অনুপ্রবেশকারী বলেও দাবি দিলীপের।

    বাংলার আবেগ, বাঙালির গর্ব। এমন সোনাঝরা ভাষা আজ আক্রমণের মুখে! বাংলার বাইরে ‘মধুরতম’ ভাষায় কথা বললেই জুটছে ‘বাংলাদেশি’ তকমা। দেশের মানুষকে দেশছাড়া করার তোড়জোড় চলছে। এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। পরিস্থিতির গতিপ্রকৃতি দেখে মনে করা হচ্ছে, সমৃদ্ধশালী বাংলা ভাষাকে বাঁচাতে নতুন করে লড়াই শুরু প্রয়োজন। তাই গত সোমবার, তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    কিন্তু দিলীপের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশী আর বাঙালি বা বাংলাভাষীদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দিলীপের কথায়, “উনি বাঁচানোর চেষ্টা করছে অনুপ্রবেশকারী মুসলমানদের। আমাদের দাবি, যেভাবে বিহারে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, বাংলাতেও সেটা করা হোক।” অন্যথায় বাংলায় সুষ্ঠভাবে নির্বাচন সম্ভব নয় বলেই দাবি তাঁর। দিলীপের প্রশ্ন, “যে ১০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর যে বরাবর এখানে রয়েছে, দু’জন এক হতে পারে কি?” দিলীপের কথায়, দুদেশের ভোটার লিস্টে নাম রয়েছে এমন ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করা প্রয়োজন। 
  • Link to this news (প্রতিদিন)