তৃণমূল সাংসদকে দলের রণনীতি ফাঁসের অভিযোগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে
হিন্দুস্তান টাইমস | ২৪ জুলাই ২০২৫
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে স্থানীয় তৃণমূল সাংসদকে দলের সাংগঠনিক খবর পাচারের অভিযোগ। আর যেমন তেমন জায়গা নয়, এই অভিযোগ উঠেছে খোদ উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষের বিরুদ্ধে। এই নিয়ে বৃহস্পতিবার বিজেপির সাংগঠনিক বৈঠকে ব্যাপক শোরগোল পড়েছে। সূত্রের খবর, পদ থেকে এখনই না সরালেও ভোটার তালিকা সংশোধনের কাজ থেকে দূরে রাখা হয়েছে উত্তর কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতিকে। তার জায়গায় উত্তর কলকাতায় ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে।
বিজেপি সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সাংগঠনিক তথ্য সরবরাহ করেছেন তমোঘ্ন। বলে রাখি, তমোঘ্ন ঘোষের সঙ্গে সুদীপবাবুর পারিবারিক সম্পর্ক রয়েছে। তমোঘ্ন ঘোষের বাড়ির দুর্গাপুজোয় সুদীপবাবুকে দেখা যায়। তা নিয়ে ২ বছর আগে তৃণমূলের অন্দরেও ব্যাপক সমালোচনা হয়েছিল। জানা গিয়েছে, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর প্রত্যেক প্রার্থীর কাছে হার বা জিতের কারণ জানিয়ে রিপোর্ট দিতে বলেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই রিপোর্টে কলকাতা উত্তরের পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায় লিখেছেন, দলের সাংগঠনিক গোপন তথ্য প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছে কেউ বা কারা। তার জেরেই পরাজয়। এর পর দলের রাজ্য নেতৃত্বকে এব্যাপারে তদন্ত করার নির্দেশ দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাতে সন্দেহের তির তমোঘ্নর দিকে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, তমোঘ্নকে আপাতত সংগঠনের নিষ্ক্রিয় করে তার দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে। তিনিই সেখানে সংগঠনের দায়িত্ব সামলাবেন। সঙ্গে উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে মিঠুন চক্রবর্তীকেও।
কলকাতা উত্তর আসনে আজ পর্যন্ত জিততে পারেনি বিজেপি। অবাঙালি অধ্যুষিত এলাকাই এক দশক আগেও রাজ্যে বিজেপির একমাত্র ঘাঁটি ছিল। বাম জমানায় বিজেপিকে কটাক্ষ করে বড়বাজারের পার্টি বলতেন অনেকে। সেখানে একের পর এক নির্বাচনে হারের পর এবার বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিশেষ জোর দিচ্ছে বিজেপি।