বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে! কবে? নাম তোলার হিড়িক রাজ্যে, এক সপ্তাহে ৭৫ হাজার আবেদন জমা
আনন্দবাজার | ২৪ জুলাই ২০২৫
বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার কথা ভেবেছে নির্বাচন কমিশন। সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ শুরু হতে পারে, তার ইঙ্গিত মিলল কমিশন সূত্রে।
কমিশন সূত্রে খবর, আগামী অগস্ট মাসেই রাজ্যে নিবিড় সমীক্ষার কাজ শুরু হতে পারে। তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের দায়ের হওয়া মামলার গতিপ্রকৃতির উপর। আগামী ২৮ জুলাই শীর্ষ আদালতে বিহারে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেখানে কী হয়, তা দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। শীর্ষ আদালত হস্তক্ষেপ না-করলে অগস্টের প্রথম সপ্তাহে ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু হয়ে যাবে।
এই রাজ্যে দ্রুত নিবিড় সমীক্ষার কাজ শুরুর পক্ষে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দফতর সূত্রের বক্তব্য, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুজো শুরু। ফলে তার আগেই সমীক্ষার কাজ শেষ করা জরুরি। না-হলে পুজোর পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে। সিইও দফতরের এক আধিকারিক বলেন, ‘‘সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা। যে কোনও দিন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে।’’
বিহারে ভোটার তালিকা থেকে ৫২ লাখ নাম বাদ পড়তে চলেছে বলে জানিয়েছে কমিশন। তা নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রায় রোজই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, গত এক সপ্তাহে ৭৫ হাজার আবেদন জমা পড়েছে।
কমিশনের সূত্রের বক্তব্য, গত এক সপ্তাহে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সংশোধনের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় এই হার বেশি।