• আসানসোলে দামোদরের উপর ভাঙল পানীয় জলের পাইপ! সমস্যায় পড়তে পারেন চারটি ব্লকের বাসিন্দা
    আনন্দবাজার | ২৪ জুলাই ২০২৫
  • পশ্চিম বর্ধমানের আসানসোলে দামোদর নদের উপর ভেঙে পড়ল পানীয় জলের পাইপ লাইন। এর ফলে আসানসোল-রানিগঞ্জের কিছু অংশে পানীয় জলের সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে বিকল্প ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।

    বার্নপুরে দামোদর নদের উপরে রয়েছে কালাঝরিয়া জল প্রকল্পের পাইপ লাইনটি। বুধবার হঠাৎই পাইপ লাইনের সেতুটি নদের উপর ভেঙে পড়ে। ফলে বিঘ্নিত হয় জল প্রকল্পের কাজ। ওই সময় সেখানে এক কর্মী কাজ করছিলেন। পাইপ লাইন ভেঙে যাওয়ায় তিনিও আটকে পড়েন। ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরাই নৌকায় করে আটকে পড়া ওই কর্মীকে উদ্ধার করেন। কী ভাবে এই অঘটন ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিরোধী শিবির এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণ হত না এটির। যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

    বুধবার ওই ঘটনার খবর পেয়ে সিপিএম এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব দামোদরের ধারে ওই ঘটনাস্থলে যান। রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরাও। পাশাপাশি অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে পিলারগুলি আলগা হয়ে এই ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।

    ঘটনার খবর পেয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহকারি ইঞ্জিনিয়র সুব্রতকুমার রায়ও সেখানে যান। তিনি জানান, এর ফলে চারটি ব্লকে আংশিক ভাবে সমস্যা হতে পারে। দ্রুত এটি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে পরিষেবা চালানোর জন্য বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে। এটি মেরামত না হওয়া পর্যন্ত ট্যাঙ্কারে করে ওই এলাকাগুলিতে জল দেওয়া হবে। চারটি ব্লক বলতে কোন কোন এলাকা, তা সরকারি ইঞ্জিনিয়রের বক্তব্যে স্পষ্ট নয়। তবে এই পাইপ লাইন দিয়ে আসানসোল, রানিগঞ্জ এবং জামুরিয়ার কিছু অংশে পানীয় জল যায়।
  • Link to this news (আনন্দবাজার)