• মেট্রোর রক্ষণাবেক্ষণে মাত্র ২৮ কোটি, সরব তৃণমূল
    আনন্দবাজার | ২৪ জুলাই ২০২৫
  • গত পাঁচ বছরে কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণ খাতে মাত্র ২৮ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। যা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। অন্য দিকে, রেল মন্ত্রক আজ ফের জানিয়েছে, পশ্চিমবঙ্গে জমি-জটের কারণে রেলের প্রায় ২০ কিলোমিটার অংশের নির্মাণকাজ থমকে রয়েছে। যে কারণে মেট্রো প্রকল্প রূপায়ণে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় লাগছে বলে জানিয়েছে রেল।

    কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণ খাতে গত পাঁচ বছরে কত টাকা রেল মন্ত্রক বরাদ্দ করেছে, তা রেল মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, গত পাঁচ বছরে মেট্রোর লাইন, শেড, প্ল্যাটফর্ম, স্টেশনের রক্ষণাবেক্ষণে ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, বর্তমানে মেট্রো রেল বৃহত্তর কলকাতার উত্তর ও দক্ষিণ শহরতলিকে যুক্ত করেছে। স্টেশনের সংখ্যা বেড়েছে, বেড়েছে যাত্রীও। তা সত্ত্বেও যে পরিমাণ অর্থ রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে, তা থেকেই স্পষ্ট, অন্যান্য ক্ষেত্রের মতো রেলেও বঞ্চনার শিকার হতে হচ্ছে বাংলাকে।

    রেলের অন্য প্রকল্পের মতোই জমি-জটের শিকার মেট্রোও। রেল মন্ত্রক জানিয়েছে, বর্তমানে সব মিলিয়ে ৫৬ কিলোমিটার মেট্রো রেলপথ নির্মাণের কাজ চালু রয়েছে। যার মধ্যে অন্তত ২০ কিলোমিটার লাইন পাতার কাজ জমি সংক্রান্ত জটিলতায় আটকে রয়েছে। রেলের দাবি, পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণের প্রশ্নে সহযোগিতা করলে দ্রুত নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।
  • Link to this news (আনন্দবাজার)