সংবাদদাতা, কান্দি: দ্বারকা নদে স্নান করার সময় আচমকাই তলিয়ে গেল এক কিশোর। আজ, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদলগ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের ওই কিশোরের নাম এই ইনসান শেখ। সাদলগ্রামের পশ্চিমপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, ওই কিশোর দশম শ্রেণীর ছাত্র। তার বাবা ইয়াসিন শেখ পরিযায়ী শ্রমিকের কাজে এই মূহুর্তে ভিনরাজ্যে রয়েছেন।ঘটনায় স্থানীয়রা জানান, দ্বারকা নদে এখন দু’কূল ভর্তি জল। ভরা নদে এলাকার বাসিন্দারা পারাপার করতে ভয় পাচ্ছেন। তারমধ্যেই এদিন দুপুরে ওই গ্রামের কয়েকজন কিশোর নদে স্নান করতে যায়। স্নানের সময় কখনও বাঁধ থেকে নদে ঝাঁপ আবার কখনও বাঁধের কাছের গাছ থেকে ঝাঁপ দিয়ে তারা স্নান করছিল। এমন সময় হঠাৎই এক কিশোর তলিয়ে যায়। এরপর অন্যান্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে এসে নদে তার খোঁজ শুরু করেন। পরে সেখানে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিস কর্মীরাও।তবে ওই নদে প্রায় চারঘণ্টা তল্লাশির পরও নিখোঁজ কিশোরের কোনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন খড়গ্রাম ব্লক প্রশাসনের কর্মীরাও। বর্তমানে ওই নদে নৌকা নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিও আনা হচ্ছে বলে জানানো হয়েছে।