গঙ্গাসাগরে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের যুবক! খোঁজ চালাচ্ছে পুলিস ও ডুবুরির দল
বর্তমান | ২৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আজ, বৃহস্পতিবার গঙ্গাসাগরে এসেছিলেন। এরপর এদিন দুপুর নাগাদ জোয়ারের সময় কোনওভাবে প্রশাসনের নজর এড়িয়ে তাঁরা ১ নম্বর ঘাটে স্নানের জন্য নামেন। সেখানে স্নানের সময় জোয়ারের জলে আচমকাই তলিয়ে যান সন্দীপ গৌর নামের বছর চব্বিশের এক যুবক।খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিস। পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদেরও নিয়ে আসা হয়। এছাড়া যুবকের খোঁজ চালানোর জন্য পরে নিয়ে আসা হয় ডুবুরিও। কিন্তু বহু খোঁজাখুঁজির পরও এখনও পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন।