সন্ধ্যা থেকেই টানা বৃষ্টি। আর এই বৃষ্টিতেই ফের জল জমল কলকাতার বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মধ্য কলাকাতার বিস্তীর্ণ এলাকা। জল জমেছে পার্ক স্ট্রিট, সেন্ট্রাল, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, বিবেকানন্দ রোড এলাকায়। একই ভাবে জলমগ্ন হয়েছে কাঁকুড়গাছি এলাকাও।
এর ফলে মধ্য রাতেও বাড়ি ফিরতে সমস্যার মধ্যে পড়তে হয় মানুষকে। রাস্তায় জল জমে যাওয়ার কারণে ব্যাহত হয় গাড়ি চলাচল। জমা জলের কারণে অনেকই নিজের মোটর সাইকেলও চালাতে পারছেন না। বিভিন্ন রাস্তায় জলের মধ্যে বাইক ঠেলে নিয়ে যেতে হয় তাঁদের।
বিস্তারিত আসছে...