• তোর্সায় নেমে তলিয়ে মৃত্যু তরুণ-তরুণীর
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার কোচবিহারের টাকাগাছের কারিশালে তোর্সা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক তরুণ ও তরুণীর। কয়েকজন বন্ধুর সঙ্গে তাঁরা তোর্সায় স্নান করতে গিয়েছিলেন। বন্ধুদের চোখের সামনেই তলিয়ে যান দু’জন। সকলের চিৎকারে আশেপাশে থাকা লোকজন এসে দু’জনকে কোনওক্রমে উদ্ধার করে কোচবিহার মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। 

    কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, মৃতদের নাম শুভজিৎ সরকার (১৮) ও রুপা দাস (১৮)। প্রথমজনের বাড়ি দেবীবাড়ির সুশীল দাসপল্লিতে। তিনি একাদশ শ্রেণিতে পড়তেন। দ্বিতীয়জন টাকাগাছের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

    মৃতদের বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, এদিন প্রচণ্ড গরম ছিল। তার মধ্যেই বিভিন্ন জায়গা থেকে আসা বন্ধুরা এক জায়গায় জড়ো হন। তারপর তাঁরা তোর্সায় স্নান করতে যান। জলে নামার পর শুভজিৎ তলিয়ে যান। সেই সময় রুপাও তলিয়ে যেতে থাকেন। বাঁচার তাগিদে একজনের পা জড়িয়ে ধরলেও শেষ রক্ষা হয়নি। 

    হাসপাতালে দাঁড়িয়ে ওই দলে থাকা সোহম যাদব বলেন, আমরা স্নান করতে তোর্সায় যাই। জলে নেমে মজা করছিলাম। হঠাৎই শুভজিৎ বুক সমান জলে ডুব দেয়। এরই মধ্যে রুপা আমার পা ধরে নেয়। অনেকে ভেবেছিল এসব মজা হচ্ছে। কিন্তু এরপর ওরা তলিয়ে যায়। বিথি চক্রবর্তী, শ্রাবন্তিকা রায় বলেন, আমরা ওদের বাঁচাতে গিয়ে ডুবে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত পারলাম না ওদের বাঁচাতে। 

    কিছুদিন আগেই কোচবিহারের দুই ছাত্র ঘরঘরিয়া নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মারা যায়। এর আগেও তোর্সায় জলে ডুবে কয়েকজনের মৃত্যু হয়েছে। গরম পড়লেই তোর্সা সহ বিভিন্ন নদীতে লোকজন স্নান করতে যান। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকেই। 
  • Link to this news (বর্তমান)