• স্কুলের কাছেই চিতাবাঘের হানা! ভয়ে সিঁটিয়ে পড়ুয়ারা
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলের কাছেই চিতাবাঘের হানা! আর এরই জেরে ভয়ে সিঁটিয়ে এলাকার পড়ুয়ারা। বিষয়টি মোটেই হাল্কাভাবে নিচ্ছে না জলপাইগুড়ি সদর ব্লকের কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাইস্কুল কর্তৃপক্ষ। ফলে তারাও স্কুলের পড়ুয়াদের বিশেষভাবে সতর্ক করেছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বৃহস্পতিবার স্কুলের গেট সহ চারপাশ আটকে পঠনপাঠন হয়েছে। ক্লাসে গিয়ে খোদ প্রধান শিক্ষক পড়ুয়াদের বলে এসেছেন, তারা যেন একা একা স্কুলে যাতায়াত না করে। এমনকী সন্ধ্যার পর ছাত্রছাত্রীরা যেন একা এদিক ওদিক না যায়। 

    প্রধান শিক্ষক অনিরুদ্ধ শর্মা বলেন, এলাকায় চিতাবাঘ দেখা গিয়েছে বলে শুনছি। বেশ কয়েকজন নাকি রাতের অন্ধকারে চিতাবাঘ দেখেছেন। আমাকেও দু’একজন বিষয়টি বলেছেন। তাছাড়া জানতে পারলাম, স্কুল থেকে কিছুটা দূরে গুয়াবাড়িতে চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে বনদপ্তর। চিতাবাঘের গতিবিধির উপর নজর রাখতে নাকি ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়েছে। সুতরাং পড়ুয়াদের তো সতর্ক করতেই হবে। তাঁর দাবি, স্কুলের চারদিক ভালো করে আটকে ক্লাস হয়েছে এদিন। পড়ুয়াদের বলা হয়েছে, তারা যেন একা একা রাস্তায় চলাফেরা না করে। বিশেষ করে সন্ধ্যার পর তারা যেন একা রাস্তায় বের না হয়।

    দিন কয়েক আগে বানারহাট থানার কলাবাড়ি চা বাগানে বাড়ির উঠোন থেকে তিন বছরের এক শিশুকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। পরে বাগানের ১৮ নম্বর সেকশনে ওই শিশুর দেহ উদ্ধার হয়। এ ঘটনার জেরে জলপাইগুড়ি জেলার জঙ্গল লাগোয়া এবং চা বাগান অধ্যুষিত এলাকায় চিতাবাঘের আতঙ্ক গ্রাস করেছে বাসিন্দাদের মধ্যে।

    জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা পঞ্চায়েতের গুয়াবাড়ি, নাওয়াপাড়া, বড় চৌধুরীপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা গত একমাস ধরে চিতাবাঘের আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন। এই এলাকা থেকে বৈকুণ্ঠপুরের জঙ্গল বেশি দূর নয়। পাশেই ডেঙ্গুয়াঝাড় চা বাগান। বাসিন্দাদের দাবি, এলাকায় বেশ কয়েকবার চিতাবাঘ দেখা গিয়েছে। একাধিক জায়গায় পায়ের ছাপ মিলেছে চিতাবাঘের। রাতের অন্ধকারে বাসিন্দাদের বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে ছাগল। এতেই তাঁদের অনুমান, এলাকায় কোথাও ঘাপটি মেরে রয়েছে চিতাবাঘ। এরই পরিপ্রেক্ষিতে বনদপ্তর গুয়াবাড়ি গ্রামে খাঁচা পেতেছে। যদিও এখনও পর্যন্ত ওই খাঁচায় লেপার্ড ধরা পড়েনি। 
  • Link to this news (বর্তমান)