• এনআরসি নোটিস: বাংলা-অসম সীমানার জোড়াই মোড়ে বিক্ষোভের ডাক তৃণমূলের
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: এনআরসির বিরোধিতায় এবার অসম সরকারকে বার্তা দিতে বাংলা-অসম সীমানার জোড়াই মোড়ে অবস্থান বিক্ষোভের ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ জুলাই বক্সিরহাটের জোড়াই মোড়ে সভা করে এনআরসি বিরোধী বার্তা দেবে তৃণমূল। উত্তমকুমার ব্রজবাসীকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। শুধু তাই নয়, ওই দিন থেকে জেলার ব্লকে ব্লকেও আন্দোলনে নামছে দল। 

    অপরদিকে, ৪ আগস্ট কোচবিহার উত্তর ও মাথাভাঙায় জনসভা করবে তৃণমূল। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে ঘোকসাডাঙায় ৬৫ জন বিজেপি বিধায়ককে নিয়ে এসে আন্দোলনের শামিল হওয়ার কথা বলেছে। তারই ‘কাউন্টার’ হিসাবে ওই দিন ওই দুই বিধানসভায় তৃণমূল আন্দোলনের ডাক দিয়েছে। সেই সঙ্গে তারা একথাও স্পষ্ট করে দিয়েছে যে, বিজেপি যদি আন্দোলনের দিন অদলবদল করে সেক্ষেত্রে তারাও দিন বদল করবে। অর্থাৎ, বিজেপির আন্দোলনের দিনই তারা সভাস্থল থেকে কিছুটা দূরে আন্দোলনে শামিল হবে। 

    বৃহস্পতিবার কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই বিষয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আমরা রবিবার ব্লকে ব্লকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করব। এর জন্য আমরা এদিনই সমস্ত ব্লকের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছি। তুফানগঞ্জের কর্মসূচিটি অসম-বাংলা সীমানার জোড়াই গেটের সামনে হবে। অসম সরকারকে আমরা বার্তা দিতে চাই যে, অসমে যেভাবে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে তা গভীর চক্রান্ত। 

    জেলা সভাপতি বলেন, ২৭ জুলাইয়ের পর থেকে প্রতি শনি ও রবিবার ব্লকে, অঞ্চলে ও ওয়ার্ডে সভা হবে। ৬৫ জন বিধায়ক নিয়ে কোচবিহারে আসার কথা বলা হয়েছে। আমরা বিজেপির ৬৫ জন বিধায়ককে গুনে নেব। ৪ আগস্ট কোচবিহার উত্তর ও মাথাভাঙায় দু’টি জনসভা হবে। ওঁদের কর্মসূচির দিনই আমরা আমাদের কর্মসূচি পালন করব।

    তৃণমূলের দাবি, এনআরসি ইস্যুতে তাঁরা এবার জেলাজুড়েই আন্দোলনে নামবে। আর বিজেপি যেদিন যেদিন কর্মসূচি নেবে, সেদিনই তাঁরা তাঁদের সভাস্থলের এক দুই কিলোমিটারের মধ্যে পাল্টা সভা করবে। ফলে এনআরসি ইস্যু নিয়ে যে আগামীদিনে কোচবিহারের রাজনৈতিক মহল উত্তপ্ত হতে চলেছে তা একপ্রকার ধরেই নেওয়া যায়।
  • Link to this news (বর্তমান)