• টোটোর দৌরাত্ম্য রুখতে এবার রেজিস্ট্রেশনে জোর
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: টোটোর দৌরাত্ম্য রুখতে এবার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জোর দিল সাঁইথিয়া পুরসভা। মূলত পুরএলাকায় চলাচল করা টোটোগুলিকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যেই পুরসভার তরফে তিন শতাধিক টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে টোটোগুলিতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট লাগানো হচ্ছে। বাকি টোটোগুলিকেও অতিদ্রুত এর আওতায় নিয়ে আসা হবে। পরবর্তী ধাপে টোটোর ভাড়া নির্ধারণের বিষয়েও পুরসভার তরফে পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে, বোর্ড অব কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, রেজিস্ট্রেশনের জন্য নতুন করে শতাধিক আবেদন জমা পড়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার পর বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সবটাই আলোচনার সাপেক্ষে হবে।

    জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই সাঁইথিয়া পুরসভার তরফে টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে পুরসভা এলাকার প্রায় ৩৬৫টি আবেদনপত্র জমা পড়েছিল। তারমধ্যে প্রায় ৩১০টি টোটোর রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। এরইমাঝে পুরসভায় নতুন করে আরও ১৫৪টি আবেদন জমা পড়েছে। পুরসভার তরফে জানা গিয়েছে, অতিদ্রুত প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করা হবে। এক আধিকারিক বলেন, ওই কিউআর কোডের মাধ্যমে টোটোর মালিক এবং চালকের নাম, ঠিকানা ও পরিচয় সহ বিস্তারিত তথ্য জানা সম্ভব। সেই সূত্র ধরেই যাত্রী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা যাবে। এছাড়াও, কোনও ক্ষেত্রে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে নির্দিষ্ট টোটোর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে। সেইসঙ্গে পুরসভা এলাকায় প্রতিদিন কত সংখ্যক টোটো চলাচল করছে, তাও নিশ্চিত করা সম্ভব হবে।

    সাঁইথিয়া পুরসভা এলাকায় প্রতিদিন গড়ে হাজারের বেশি টোটো চলাচল করে। এরমধ্যে প্রায় ৪৫০ টোটো পুরসভা সংলগ্ন গ্রামীণ এলাকার। আগামীতে ওই টোটোগুলি শহরের রাস্তায় চলাচল করতে পারবে কি না, তা নিয়ে পুর কর্তৃপক্ষ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। শহরের যানজটের বিষয়টিকে মাথায় রেখেই আলোচনা সাপেক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা আইএনটিটিইউসির সহ সভাপতি রাজিবুল ইসলাম বলেন, প্রতিটি টোটো যাতে রেজিস্ট্রেশনের আওতায় আসে, সেদিকে আমরা নজরদারি চালাচ্ছি। এর মাধ্যমে যাত্রী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও, কোনও চালক ইচ্ছাকৃতভাবে যদি যাত্রী পরিবহণের ক্ষেত্রে অনীহা দেখান, সেক্ষেত্রে আমাদের তরফে পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে। • নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)