• লেকটাউনে তরুণীর শ্লীলতাহানি, জোর করে বাইকে তোলার চেষ্টা
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাতের রাস্তায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বাড়ি ফেরার পথে লেকটাউনের সার্ভিস রোডে তরুণীর পথ আটকায় এক যুবক। তরুণীর দাবি, প্রথমে টাকা দেওয়ার প্রস্তাব দেয় যুবক। তাতে রাজি না হওয়ায় হাত ধরে টেনে জোর করে বাইকে তোলার চেষ্টা করে। এমনকী, বাধা দিতে গেলে ঘুসিও মারা হয়! বাগুইআটির ওই তরুণী লেকটাউন থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযুক্তের মুখ হেলমেটে ঢাকা থাকলেও তার বর্ণনা উল্লেখ করেছেন ‘নির্যাতিতা’। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, তরুণীর বাড়ি বাগুইআটিতে। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। ওইদিন তিনি কলকাতার খান্না মার্কেট থেকে কেনাকাটা করে উল্টোডাঙায় আসেন। কিন্তু, বাড়ি ফেরার জন্য সেখান থেকে বাস না পেয়ে তিনি হাঁটতে শুরু করেন। লেকটাউন থানা এলাকায় ভিআইপি রোডের পাশে তিনি সার্ভিস রোড ধরে হাঁটছিলেন। রাত আড়াইটে থেকে ৩টে নাগাদ বাইকে চেপে এক যুবক তাঁর কাছে আসে। অভিযোগ, এসেই প্রথমে তাঁকে অশ্লীল কথাবার্তা বলে। ওই যুবকের সঙ্গে যাওয়ার জন্য সে টাকার অফারও দেয়। তরুণী প্রতিবাদ করলে ওই যুবক তার হাত টেনে ধরে। জোর করে নিজের বাইকে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু, তরুণীর বাধায় তাঁকে বাইকে তুলতে পারেনি। তরুণী পুলিস, পুলিস বলে চিৎকারও করেন। বেগতিক বুঝে পালাবার আগে তরুণীকে ঘুসি মেরে পালিয়ে যায়। বেসামাল হয়ে তরুণী পড়েও যান। তবে, তার মধ্যেই তিনি বাইকের নম্বরটি দেখে রাখেন। তরুণীর ফোনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পারিবারিক অনুষ্ঠান থাকায় তিনি বুধবার লেকটাউন থানায় গিয়ে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি বাইকের নম্বরও দিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্তের বর্ণনায় জানিয়েছেন, হাতে একটি বড় গোল ট্যাটুও রয়েছে। 
  • Link to this news (বর্তমান)