নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাবান, ফিনাইল ইত্যাদি সামগ্রী নিয়ে সেলসম্যান সেজে দরজায় দরজায় ঘুরছিল এক যুবক। কোম্পানির ‘প্রোমোশনাল অফার’-এর কথা বলে নানা সামগ্রী দেখিয়েছিল এক প্রবীণ বাসিন্দাকে। সেই বৃদ্ধ থালা-বাসন ধোয়ার সাবান কিনতেই তাঁকে ওই সেলসম্যান জানায়, কোম্পানির বিশেষ অফারে তিনি একটি ঘড়ি পেয়েছেন। ঘড়িটি নিতে গেলে বাক্সের উপর কোনও মূল্যবান সামগ্রী রেখে ছবি তুলে কোম্পানিকে পাঠাতে হবে। বৃদ্ধ সরল বিশ্বাসে তাঁর হাতের সোনার আংটি খুলে ঘড়ির বাক্সের উপর রেখেছিলেন। অভিযোগ, তখনই প্রায় এক লক্ষ টাকার সেই আংটি নিয়ে চম্পট দেয় সেলসম্যান! বৃহস্পতিবার দুপুরে বরানগর থানা এলাকায় এমনই অভিনব কায়দায় কেপমারি নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনা হল, বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১১/১, দেশবন্ধু রোডের বাসিন্দা সনৎকুমার দে। বৃদ্ধ সনৎবাবু সস্ত্রীক সেখানে থাকেন। তিনি ক্যান্সার আক্রান্ত। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ সনৎবাবু যখন বাজার সেরে বাড়ি ঢুকছিলেন, তখন তাঁর পিছু নিয়ে এক যুবক নানা সামগ্রী সব তাঁর বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সে জানায়, কোম্পানির ‘অফার’ চলছে। সমস্ত কিছুই মিলবে কম দামে। এমনকী, কিছু কিনলেই মিলবে গিফ্ট। সনৎবাবু বাসন ধোয়ার সাবান কেনেন। এরপর ওই যুবক দামি দু’টি ঘড়ির বাক্স বের করে রাখে। সে জানায়, এই দু’টি ঘড়ির মধ্যে যেকোনও একটি পছন্দ করে নিতে হবে। এরপরই দেয় আসল ‘টোপ’! সে বলে, ঘড়ির খাপের উপর মূল্যবান কিছু রাখতে হবে। সেই ছবি তুলে কোম্পানির কাছে পাঠালে তবেই মিলবে অফারের ঘড়ি। সেই মতো বৃদ্ধ আংটি খুলে রাখতেই সেটি নিয়ে উধাও হয় অভিযুক্ত। সনৎবাবু বলেন, ‘ওই যুবক সোনার আংটি নিয়ে গিয়েছে। আর সাবান সহ কিছু সামগ্রী এবং নকল কয়েকটি হাতঘড়ি ফেলে গিয়েছে। আসলে ভুলটা আমারই হয়েছে। বুঝতে পারিনি যে ওর মনে এই ছিল!’