ভবঘুরে ও ফুটপাতবাসী সরাতে অগাস্টে অভিযান, প্রতি ১০ দিন অন্তর হানা
বর্তমান | ২৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবঘুরে ও ফুটপাতবাসীদের সরাতে কলকাতার বিভিন্ন এলাকায় ফের অভিযান শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগস্টজুড়ে পুলিসকে সঙ্গে নিয়ে ১০ দিন অন্তর অভিযান হবে। এর আগেও শহরের চার জায়গায় অভিযান হয়েছে।
পুরসভা সূত্রে খবর, তিন, ১৩ এবং ২৩ আগস্ট অভিযানে নামার সিদ্ধান্ত হয়েছে। সে কারণে ইতিমধ্যেই পুলিসকে চিঠি দিয়েছে পুরসভা। শহরের কোন অঞ্চলগুলিতে যাওয়া হবে তার চুড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। পুর কর্তৃপক্ষ যদিও জানিয়েছে, শহরের সর্বত্র একযোগে অভিযান চালানো হবে। বিশেষ করে যাত্রী প্রতীক্ষালয়গুলি থেকে ভবঘুরেদের সরিয়ে জায়গা সাফ করার কাজ হবে। দেখা গিয়েছে, উল্টোডাঙা, মৌলালি, মল্লিকবাজার সহ শহরের বেশ কিছু জায়গায় বাস প্যাসেঞ্জার শেল্টারগুলিতে সংসার পেতে বসেছেন ভবঘুরে, ফুটপাতবাসী এবং ভিক্ষুকরা।
এর আগে মল্লিকবাজার, বালিগঞ্জ ফাঁড়ি থেকে গড়িয়াহাট, হাজরা মোড় থেকে গোপালনগর এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং থেকে বেকবাগান, এই চারজায়গা থেকে ভবঘুরে এবং ফুটপাতবাসীদের সরিয়ে রাস্তা, ফুটপাত এবং ব্রিজের নীচের অংশ খালি করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া হলেও তাঁদের সকলকে পুরোপুরি সরানো যায়নি। পুরসভার তথ্য অনুযায়ী, মল্লিকবাজারে চারজন ফুটপাতবাসীকে চিহ্নিত করা গেলেও মাত্র একজনকে নাইট শেল্টারে পাঠানো গিয়েছিল। বাকিরা কেউ যেতে চাননি। হাজরা, গোপালনগর, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি অঞ্চল থেকে ভবঘুরেদের সরানো গেলেও তাঁদের নাইট শেল্টারে নিয়ে যাওয়া যায়নি। কেউ কেউ তখন পালিয়েও যান। কারও সঙ্গে পুলিস ও পুরসভার গণ্ডগোলও হয়। পুরসভার এক শীর্ষকর্তা বলেন, পুলিস জানিয়েছিল এঁদের তুলে নিয়ে যাওয়ার জন্য একদিনের নোটিসে তখন গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয়নি।
তখন জোরদার প্রস্তুতি নিয়ে ফের অভিযানে নামার জন্য আলোচনা হয়েছিল। ভবঘুরেদের সরিয়ে এলাকা খালি করতে এবং নতুন করে কেউ যাতে ফুটপাতে সংসার পাততে না পারেন তা নিশ্চিত করতে পুলিসি নজরদারি আরও কড়া হওয়া দরকার বলে মনে করে পুরসভা। এই মর্মে পুলিস কমিশনারকে এদিন ফের চিঠি পাঠিয়েছিলেন পুরসভার কমিশনার। তার পরিপ্রেক্ষিতে আগস্ট মাসজুড়ে অভিযানের সিদ্ধান্ত হয়েছে।
শহরের বিভিন্ন রাস্তা, যাত্রী প্রতীক্ষালয়, ফুটপাত, ব্রিজের নীচে ভবঘুরে বা ফুটপাতবাসীদের আস্তানা তৈরি হয়েছে। প্লাস্টিকের ছাউনি করে বসবাস করেন তাঁরা। রাস্তার উপর চলে রান্নাবান্না। এসব জায়গায় অসামাজিক কাজকর্ম চলছে। তাছাড়া চোর, পকেটমার ঘাপটি মেরে গা ঢাকা দেয় বলেও অভিযোগ। তাই জায়গাগুলি খালি করে ভবঘুরে এবং ফুটপাতবাসীদের নাইট শেল্টারে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।