নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আইপিএস অফিসার পরিচয় দিয়ে ৪ লক্ষ টাকা প্রতারণার ঘটনা ঘটল রাজারহাটে। এক আইনজীবীর ভাইকে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লির একটি নামী ইনস্টিটিউটে ভর্তির টোপ দিয়ে অভিযুক্ত ওই টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়েছে। ছাত্রটি ভর্তিও হননি। টাকাও ফিরে পাননি। তারপরই ওই যুবক বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বুধবার রাজারহাট থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রতারিত যুবকের বাড়ি রাজারহাটে। তাঁর দাদা আইনজীবী। রাজারহাটে তাঁর চেম্বারও আছে। অভিযুক্ত ব্যক্তি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলার নাম করে তাঁর দাদার সঙ্গে আলোচনা করতে এসেছিল। দাদার চেম্বারে যখন আসে, সে তখন নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিয়েছিল। দাদার চেম্বারে সেই সময় প্রতারিত যুবক উপস্থিত ছিলেন। তাঁকে দেখে, ওই ব্যক্তি পড়াশোনার কথা জিজ্ঞাসা করে। তারপরই তাঁকে প্রস্তাব দেয়, দিল্লিতে পরিচিতি ব্যক্তি আছে। ইউপিএসসি’র পরীক্ষায় পাশ করার জন্য দিল্লির একটি নামী ইনস্টিটিউটে সে ভর্তি করিয়ে দেবে। তারপর জন্য ৪ লক্ষ টাকা লাগবে। ওই যুবক প্রথমে রাজি হননি। কিন্তু, তাঁকে বার বার ফোন করায়, তিনি রাজি হয়ে যান।
অভিযোগ, গত ১৫ মে ওই যুবক তিন লক্ষ টাকার চেক দেন। এক লক্ষ টাকা দেন নগদে। ওই ব্যক্তি আশ্বাস দিয়ে জানিয়েছিল, টাকা দেওয়ার ১৫ দিনের মধ্যেই তাঁর ভর্তি হয়ে যাবে। কিন্তু, একমাস পেরিয়ে গেলেও সে কোনও উচ্চবাচ্য করেনি। এমনকী, ফোন করে তাকে জিজ্ঞাসা করলে সে দুর্ব্যবহার করে। কিছুদিন পর প্রতারিত যুবক এবং তাঁর আইনজীবী দাদা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে যান। নারায়ণপুর থানা এলাকায় তার বাড়ি। গিয়ে দেখেন, বাড়িতে তালা ঝুলছে। সম্প্রতি তাঁরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন, ওই ব্যক্তির নামে আরও অন্যান্য জায়গায় প্রতারণার অভিযোগ রয়েছে। তারপরই বুধবার রাজারহাট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।