কসবা কলেজে ভেঙে দেওয়া হল ইন্টারনাল কম্পলেইন্টস কমিটি
বর্তমান | ২৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্ষণ কাণ্ডের জেরে এবার কসবার সেই সাউথ ক্যালকাটা ল’ কলেজের বর্তমান ‘ইন্টারনাল কম্পলেইন্টস কমিটি’ বা আইসিসি ভেঙে দেওয়া হল। বৃহস্পতিবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ উঠলে তদন্ত করে শাস্তির সুপারিশ করে থাকে এই আইসিসি। নতুন করে এই কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে। এই কলেজে মনোজিতের সাথে চুক্তিতে আর দু’জন শিক্ষাকর্মী নিযুক্ত হয়েছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তাঁদের চুক্তিও আর নবীকরণ করা হচ্ছে না। কলেজের বর্তমান নিরাপত্তা এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। তার বদলে অবসরপ্রাপ্ত দু’জন সেনাকর্মীকে নিয়োগ করা হয়েছে।