• বারাকপুর-বারাসত রাস্তা সম্প্রসারণে বাধা ৩০০টি প্রাচীন গাছ, সমাধানসূত্র অধরাই
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা বারাকপুর-বারাসত রোড। এ পথ মহকুমা সদরের সঙ্গে জেলা সদরের যোগাযোগ স্থাপন করে। পূর্ত দপ্তরের কাছে এটি চওড়া করার আবেদন জানান স্থানীয় বিধায়ক, পুরসভা এবং জনপ্রতিনিধিরা। পূর্তদপ্তর আবেদন মঞ্জুর করে। বর্তমানে রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৩০০টি গাছ। গাছগুলি বহু পুরনো। সেগুলি সরানো বা কাটা কার্যত অসম্ভব।

    পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, বারাকপুরের ১৫ নম্বর রেল গেটে উড়ালপুলের কাছে লালকুঠি থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। তার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে। প্রথমে সমস্যা ছিল বিদ্যুতের স্তম্ভ সারানো। তার জন্য বিদ্যুৎদপ্তরকে দিতে হবে ছ’কোটি টাকা। আবেদনের পর টাকা দিতে রাজি হয়েছে পূর্তদপ্তর। তবে গুরুত্বপূর্ণ রাস্তাটির নীচে অনেক ইউটিলিটি সার্ভিস আছে। তা সরিয়ে নতুন ড্রেন তৈরি করে রাস্তা সম্প্রসারণের কাজ হবে। কিন্তু ওয়্যারলেস মোড থেকে হেলাবটতলা পর্যন্ত ৩০০ বড় আকারের গাছ আছে। ফলে সম্প্রসারণ প্রক্রিয়া আটকে গিয়েছে। বর্তমানে রাস্তাটি চওড়ায় সাত মিটার। এ প্রস্থ বজায় রেখেই পেভার ব্লক বসিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায় বারাকপুরের লালকুঠি থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত প্রায় কুড়ি কোটি টাকা আর পরবর্তী পর্যায় হেলাবটতলা পর্যন্ত প্রায় ১৪কোটি টাকা খরচ করে রাস্তাটি পোক্তভাবে করা হবে। কারণ এ পথে পণ্যবাহী ট্রাক চলাচল করে। কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে ১২ নম্বর জাতীয় সড়কের যোগাযোগের মাধ্যম হল বারাকপুর-বারাসত রোড। পূর্তদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, কিছুদিনের মধ্যে এ রাস্তার চেহারা বদলে যাবে।
  • Link to this news (বর্তমান)