• বহিরাগতদের দিয়েই মিছিলে এসএফআই, দাবি তৃণমূলের
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুর্নীতিমুক্ত, দুষ্কৃতীমুক্ত, বহিরাগত-মুক্ত কলেজের দাবিতে বৃহস্পতিবার নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই। এদিন বেলায় নৈহাটির চিলড্রেন পার্কের কাছ থেকে মিছিল করে এসে কলেজ গেটের সামনে জমায়েত হন এসএফআইয়ের কর্মীরা। স্মারকলিপি দিতে বাধা পেয়ে কলেজ গেটের সামনে বসে পড়ে তাঁরা বিক্ষোভ দেখান। জোরে স্লোগান দেওয়া হয়। এতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অসুবিধা হচ্ছে বলে তাঁরা দরজা-জানলা বন্ধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে চলে আসে পুলিস। আধঘণ্টা বিক্ষোভ প্রদর্শনের পর পাঁচজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি জমা দেয়। বিক্ষোভে যোগ দিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে তৃণমূলের মাতব্বররা ‘ক্রাইম সিন্ডিকেট’ পরিচালনা করছে। গত আট বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। তাঁর অভিযোগ, কলেজে কলেজে মনোজিৎ মিশ্রদের ঠেক তৈরি হয়েছে। এ ব্যাপারে ঋষি বঙ্কিম কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভানেত্রী রাজশ্রী দে বলেন, যাঁরা এদিন এসে বিক্ষোভ দেখালেন, তাঁরাও বহিরাগত। কেউ কলেজের ছাত্র, ছাত্রী নন। অনেকেরই ছাত্রজীবন পেরিয়ে গিয়েছে। তাঁদের বিক্ষোভ, স্লোগানে এদিন ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় খুবই সমস্যা হয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা আর সমস্যা চান না, তাই এসএফআইকেও চান না।
  • Link to this news (বর্তমান)