• অশোকনগর স্টেট জেনারেলে গুচ্ছ পদক্ষেপ, হবে রাত্রিনিবাসের ভবন
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরের স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো নিয়ে বেশ কিছুদিন বিভিন্ন অভিযোগ উঠছিল। জরুরি প্রয়োজনে রোগীর পরিবারের রাতে থাকার ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল সহ খাবারের সমস্যা নিয়ে জেরবার পরিজনরা। দীর্ঘদিনের এইসব সমস্যা সমাধানে উদ্যোগী হল জেলা স্বাস্থ্যদপ্তর। বুধবার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ধীমান রায়, হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস প্রমুখ।

    জানা গিয়েছে, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে রোজ গড়ে এক হাজারের বেশি মানুষ আউটডোর থেকে চিকিৎসা পরিষেবা নেন। এখানে পুরুষ এবং মহিলা মিলিয়ে ৫৪টি বেড রয়েছে। রোগীর পরিবারের জন্য এতদিন থাকার কোনও ব্যবস্থা ছিল না। এবার রাতে থাকার জন্য নতুন ভবন তৈরি হবে। রোগীর পরিজনদের জন্য চালু হবে মা ক্যান্টিন। তাছাড়া নাক, কান, গলার চিকিৎসার কোনও ব্যবস্থা ছিল না। এদিনের বৈঠকে তা চালুর করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রেও চালু হবে বলে জানা গিয়েছে।

    অন্যদিকে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করা হবে। হাসপাতালের ভিতরের রাস্তা সংস্কার সহ সৌন্দর্যায়ন করা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, রোগীর পরিবারের থাকার ব্যবস্থা, পানীয় জল সরবরাহের আরও উন্নতি সহ মা ক্যান্টিন চালু করা হবে। পাশাপাশি চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন নিয়েও বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, কয়েক মাসের মধ্যেই আমূল পরিবর্তন হবে হাসপাতালের। এজন্য একগুচ্ছ সিদ্ধান্ত আমরা দ্রুত বাস্তবায়ন করব।
  • Link to this news (বর্তমান)