• টোটোয় ধাক্কা ম্যাটাডরের, ২ যুবকের মৃত্যু
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। আহত হয়েছেন আরও এক যুবক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর কাকদ্বীপের মুরগি পোল্ট্রির কাছে। পুলিস জানিয়েছে, মৃত দুই যুবকের নাম অমল দাস (৪০) ও বুদ্ধদেব দাস (৪৮)। ঘটনায় জখম হয়েছেন জয়দেব দাস। অমলের বাড়ি কাকদ্বীপের হরিপুর জেলেপাড়ায়। বুদ্ধদেব ও জয়দেব নামখানার মৌসুনির বাসিন্দা। সম্পর্কে তাঁরা দুই ভাই। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে একটি টোটো কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। টোটো চালাচ্ছিলেন অমল। বুদ্ধদেব ও জয়দেব বসেছিলেন। মুরগি পোল্ট্রির কাছে একটি ম্যাটাডর পিছন থেকে এসে টোটোতে ধাক্কা মারে। জোরালো সংঘর্ষে টোটোটি দুমড়ে-মুচড়ে গিয়ে পড়ে পাশের একটি নয়ানজুলিতে। ম্যাটাডরটিও সেখানে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে আসে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিস। টোটোর চালক সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক অমল ও বুদ্ধদেবকে মৃত বলে ঘোষণা করেন।

    প্রত্যক্ষদর্শী মল্লিকা মিদ্যা বলেন, ‘ম্যাটাডরটি টোটোকে সজোরে ধাক্কা মারার পর সেটি ঠেলতে ঠেলতে বেশ কিছুটা এগিয়ে যায়। তখনই টোটোয় থাকা লোকজনের আর্তনাদ শুনে আমরা কয়েকজন ছুটে আসি। পুলিসে খবর দেওয়া হয়। রাতেই পুলিস ওই টোটো ও ম্যাটাডর তুলে থানায় নিয়ে গিয়েছে।’-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)